নিউজ ডেস্কঃ

প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে, কোন জমি পতিত রাখা যাবে না,
মাননীয় প্রধানমন্ত্রীর এই নিদর্শনা প্রতিপালনে অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কৃষি বিভাগ । তারই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দৌলার নিদর্শনায় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ একরামুল হোসেন উপজেলার ৭টি ইউনিয়নে পতিত জমির আবাদের আওতায় আনার জন্য কৃষকের দ্বারে দ্বারে ঘুরছেন। উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি ব্লকের ভারতীয় অঙ্গরাজ্য মেঘালয়ের একেবারে সীমান্ত এলাকাতে পাহাড়ের পাদদেশে যেখানে চাষাবাদ করার অনুপযোগী জমি সেখানেও কৃষকদের পরামর্শ ও উৎসাহ দিয়ে চাষের আওতায় আনছেন। কৃষি বিভাগের এই পরিকল্পনা বাস্তবে রূপায়িত হবে তাহিরপুর উপজেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে আরো একধাপ এগিয়ে যাবে। তবে এ ব্যাপারে কৃষি বিভাগের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *