পাট নিয়ে বিপাকে মানিকগঞ্জের কৃষকপাট নিয়ে বিপাকে মানিকগঞ্জের কৃষক

 

ভালো দাম পাওয়ায় মানিকগঞ্জে প্রতিবছর পাটের আবাদ বাড়ছে। এবার মানিকগঞ্জের সর্বত্রই পাটের ভালো ফলন হয়েছে। কিন্তু পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ভরা বর্ষা মৌসুমেও মানিকগঞ্জের খালে বিলে পানি আসেনি। পানির অভাবে কৃষকরা পাট কাটতে পারছেন না। কিন্তু অল্প সময়ের মধ্যে পাট কেটে পানিতে জাগ দিতে না পারলে পাট জমিতেই মরে যাবে।

মানিকগঞ্জ সদরের বালিরটেক এলাকার পাটচাষি নছের আলী ও ইয়াছিন বলেন, পাটের ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে পাট চাষ করেছি, ফলনও খুব ভালো হয়েছে। কিন্তু আমরা খুব দুশ্চিন্তায় আছি পাট পচানো নিয়ে। এখনো পানির কোনো খবর নাই। কয়েকদিনের মধ্যে খাল বিল ও জমিতে পানি না আসলে পাট পচানো যাবে না। আমরা একবারে নিঃস্ব হয়ে যাবো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন যেখানে পানির সংকট সেখানে রিমন পদ্ধতিতে (কাঁচা পাটের আঁশ ছড়িয়ে বেণী করে অল্প পানিতে পচানো) পাট পচানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এবার মানিকগঞ্জে ৩ হাজার ৯ শত ৭৩ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গতবার আবাদ হয়েছিল ৩ হাজার ৭ শত ৩৫ হেক্টর জমিতে।

সুত্রঃ বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *