গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
টানা বৃষ্টির কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অসংখ্য আম বাগান, পুকুর সহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে বলে দাবী মৎস্য চাষীদের।সব থেকে বেশি ক্ষতি হয়েছে মছলন্দপুর এলাকার ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর।বৃষ্টির পানিতে তাদের পুকুরের পাড় ভেঙ্গে দেশি প্রজাতির মাছ ভেসে গিয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানিটির কর্তৃপক্ষ।সরেজমিনে গিয়ে ,২১ জুলাই মঙ্গলবার বিকালে দেখা যায় ভারী বৃষ্টিপাতের কারণে এ উপজেলার বিভিন্ন নিচু এলাকার ফসলি জমি, আম বাগান, ও বেশ কয়েকটি পুকুর পানিতে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ।করোনা ভাইরাসের লোকসান কাটিয়ে ওঠার আগেই টানা বৃষ্টির কারণে এমন ক্ষতিতে আরো দিশেহারা হয়ে পড়েছে উপজেলার মৎস্য চাষীরা।ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর সহকারি ম্যানেজার নসিব-ই-খোদা তমাল জানান, হঠাৎ টানা বৃষ্টির কারণে তাদের বেশ কয়েকটি পুকুর পানিতে তলিয়ে গেছে। পুকুরের পাড় ভেঙ্গে সব মিলিয়ে দেশী প্রজাতির প্রায় ৬০ লাখ টাকার মাছ বেরিয়ে পড়েছে।এতে বেশ ক্ষতির মুখে পড়েছেন তারা।মৎস্য চাষীদের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।মৎস্য চাষী আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির কারণে উপজেলার প্রায় ১৫টি পুকুর পাতিনে তলিয়ে গিয়েছে। এতে মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ আর ধারদেনা করে পুকুরে মাছের চাষ করেন অনেকেই। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক পুকুর পানিতে তলিয়ে গেছে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ।এ অবস্থায় ঋণের টাকা পরিশোধ করতে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্যচাষীরা।এই বিষয়ে পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশাররফ জানিয়েছেন। উপজেলায় প্রায় বেশি কয়েকটি পুকুরের মাছ, টানা বৃষ্টির কারণে পানিতে ভেসে গেছে।ক্ষতিগ্রস্ত মাছচাষীদের ১৬ জনের তালিকা হাতে পেয়েছি। এদের ক্ষতি হবে প্রায় ৫৬ লাখ টাকা আরো হইতো অনেক মৎস্য চাষি আছে যারা এখনো আমাদের কাছে আসেনি। তবে ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর পুকুর তলিয়ে যাওয়ার বিষয়টি তার জানা নেই। তবে তিনি আরো জানান, আমি এ এলাকায় নতুন এসেছি, গোটা উপজেলা মিলে ক্ষতি পরিমাণ হবে এখন প্রর্যন্ত ৫৬ লক্ষ টাকা। মৎস্য সপ্তাহের জন্য ব্যস্তো থাকবেন সুযোগ পেলেই তিনি ইকোটেক অর্গানিক গার্ডেন লিঃ এর পুকুর পরিদর্শনে যাবেন।