1. mahbub@krishinews24bd.com : krishinews :

পুঠিয়াতে ২য় বারের মত “একটি শিশু একটি গাছ” কার্যক্রম অনু‌ষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, February 18, 2022
  • 643 Views
পুঠিয়াতে ২য় বারের মত "একটি শিশু একটি গাছ" কার্যক্রম অনু‌ষ্ঠিত

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নে পিরগাছা, কানরা ও দুদুরমোড় এ গ্লোবাল ক‌মিউ‌নি‌টি অর্গানাইজেশন (জি‌কো) এর উ‌দ্যো‌গে “একটি শিশু একটি গাছ” কার্যক্র‌মের অংশ হি‌সে‌বে আজ শুক্রবার বেলা তিন ঘটিকার সময় সদ্য ভূমিষ্ঠ্য এক বছরের কম বয়সী ১০০ টি শিশুকে একটি করে গাছ উপহার দেওয়া হয়।

পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মইমুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাজমুল হোসেন।
আরোও উপস্থিত আলোর মিছিল সেবা ফাউন্ডেশন এর সদস্য রাব্বি ইসলাম, জিকো ‘র জিউপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ রুবেল মাহমুদ, স্বাধিন, মোস্তাকিম, শবনম আক্তার সাথী, আকাশ, জুয়েল, আল আমিন সহ প্রমুখ

উল্লখ্য, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশুকে গাছ উপহার দিয়েছে এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে সংস্থা‌টি।

 

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com