ডেস্ক রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি চারা রোপণের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পুঠিয়াতেও পালন হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি তারই আলোকে মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনাব জি. এম. হিরা বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। জনাব মোঃ ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।