মুজিব শতবর্ষ ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে দেশের সব জেলার যুবলীগের নেতাকর্মীরা।এরই অংশ হিসেবে পুঠিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন মিলন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সেলিম শেখ, বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম মিঠু,সহ সম্পাদক আবুল কাশেম । উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম রবি মেয়র পুঠিয়া পৌরসভা ও সভাপতি পুঠিয়া উপজেলা যুবলীগ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সুমনউজ্জামান সুমন পুঠিয়া উপজেলা যুবলীগ ।অনুষ্ঠানে পুঠিয়া উপজেলার প্রতিটি মানুষকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় ।