নিউজ ডেস্কঃ
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি)-এর গরম পানিতে আম শোধনের হট ওয়াটার ট্রিটমেন্ট নামক আম শোধন যন্ত্রের মাঠ পর্যায়ে প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.নাজিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী জেলার উপপরিচালক মোঃ শামছুল হক। সভাপতিত্ব করেন আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্র, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ও আম চাষী, আড়তদার, ব্যবসায়ীগণ মাঠ দিবসে উপস্থিত ছিলেন ।