1. mahbub@krishinews24bd.com : krishinews :

পুঠিয়ায় উপজেলা চেয়ারম্যান উদ্যোগে পুলিশের সম্মানে ইফতার বিতরণ

  • আপডেট টাইম : Friday, May 15, 2020
  • 760 Views

মাহবুবুর রহমান, পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহী পুঠিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চুর নিজ উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে পুঠিয়া উপজেলাধীন মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণে কর্তব্যরত পুলিশের সম্মানে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় মহাসড়কে বিভিন্ন চেকপোস্টের কর্তব্যরত পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ এই কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। এ সময় তিনি পুঠিয়া উপজেলাধীন গাওপাড়া ঢালান চেকপোস্ট ও শিবপুর হাট চেকপোস্টে কর্তব্যরত পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পুঠিয়া থানার এস আই সাজ্জাদ হোসেন ও রাজশাহী পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এস আই কাজী শরিফুল ইসলাম, এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃআশরাফুল ইসলাম।

পুঠিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু জানান, পবিত্র মাহে রমজানের শেষ রোজা পর্যন্ত পুঠিয়া উপজেলাধীন চেকপোস্ট গুলোতে কর্তব্যরত পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com