1. mahbub@krishinews24bd.com : krishinews :

পুঠিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরিকল্পনা কর্মশালা

  • আপডেট টাইম : Sunday, June 7, 2020
  • 942 Views

নিজস্ব সংবাদদাতাঃ

ডিএই- ডানিডার যৌথভাবে বাস্থবায়িত সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট-২য় পর্যায় (আইএফএমসি-২) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের নিযুক্ত ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা কর্মশালা পুঠিয়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোঃ মঞ্জুরুল হক, পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কামরুল ইসলাম। এছাড়াও ভিডিও কনফারেন্সে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত হন ৷ উক্ত কর্মশালায় রাজশাহী, পুঠিয়া ও নাটোর বাগাতিপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের মাধ্যমে রাজশাহীর পুঠিয়া ও নাটোর বাগাতিপাড়া উপজেলার প্রায় ৫২০ জন কৃষক -কৃষাণিকে কৃষি, মৎস্য ও পশুপালন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ করা হচ্ছে । একই সাথে উৎপাদক দল তৈরির মাধ্যমে বাজার সংযোগ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই প্রকল্পটি। এ ব্যাপারে নেদারল্যান্ড ভিত্তিক সহযোগী সংস্থা ( ডানিডা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একসাথে কাজ করে যাচ্ছে বলে জানায় প্রকল্প কর্মকর্তাগণ।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com