পুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও অন্যান্য উপকরণ সরবরাহপুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও অন্যান্য উপকরণ সরবরাহ
নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পুঠিয়া কর্তৃক আয়োজিত ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১/২০২০-২১ মৌসূমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক বিনামূল্যে বীজ/চারা, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ অনুষ্ঠান উদ্বোধন করেন পুঠিয়া -দূর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মুকুল, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কামরুল ইসলাম, তন্ময় কুমার সরকার, রাজনৈতিক সংগঠক জনাব আহসানুল হক মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। সবজি প্রণোদনা কর্মসূচির আওতায় পুঠিয়া উপজেলার ১৯২ চাষীকে বসতবাড়িতে কালিকাপুর মডেলে বছরব্যাপী সবজি উৎপাদনের জন্য এই সহযোগিতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *