1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম

পুঠিয়ায় কৃষি আবহাওয়া বিষয়ক ০১ দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, October 22, 2020
  • 665 Views

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় “কৃষি আবহাওয়া তথ্য বিস্তার” বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়া কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রকল্পের পরিচালক জনাব ড. মোঃ শাহ কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব মোঃ ছাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া।
উক্ত প্রশিক্ষণে পুঠিয়া উপজেলার ৩০ জন অগ্রসরমান কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষকদেরকে হাতে কলমে কৃষি আবহাওয়া পূর্বাভাস পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষি আবহাওয়া বিষয়ক ওয়েব পোর্টাল “বামিস পোর্টাল” ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে পুর্বাভাস পাওয়ায় পদ্ধতি, কৃষি আবহাওয়া তথ্য বোর্ড, অটোমেটিক রেইনগজ মিটার, কিওস্কের সাথে পরিচিতিসহ এই সব প্রযুক্তির ব্যবহার পদ্ধতি শিখানো হয় উক্ত প্রশিক্ষণে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে কৃষি আবহাওয়া পূর্বাভাস প্রদানের জন্য “উপজেলা কৃষি অফিস পুঠিয়া” নামক আইডিতে সবাই সংযুক্ত হবার আহবান জানানো হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদে স্থাপিত কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড দেখে সহজেই যাতে একজন কৃষক সার,বালাইনাশক প্রয়োগ, ফসল বপণ/রোপণসহ কর্তনের সিদ্ধান্ত নিতে পারেন, এই বিষয়ে প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। কৃষি আবহাওয়া পূর্বাভাস জেনে সহজেই ফসলের উৎপাদন খরচ কমানো সহ, অনাকাংখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে ফসল রক্ষা করা সম্ভব বলে জানান প্রশিক্ষকগণ।

উক্ত প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ জনাব কামরুল ইসলাম ও তন্ময় কুমার সরকার উপস্থিত ছিলেন।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com