মাহবুবুর রহমান, পুঠিয়া :
রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪মে) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলার ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেয়।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভুমি মোছাঃ রুমানা আফরোজ ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করার আশ্বাস দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের ৭২ বিঘা তিন ফসলি জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন।
এতে ওই এলাকার ১২ শ কৃষকের ৯০০ বিঘা জমি জলাবদ্ধতার আশংকা রয়েরাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলার ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেয়।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভুমি মোছাঃ রুমানা আফরোজ ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করার আশ্বাস দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দেন।এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের ৭২ বিঘা তিন ফসলি জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন।
এ ব্যাপারে এলাকার জনৈক কৃষক বলেন এই পুকুর খনন করলে এলাকার মানুষের তিন ফসিল জমি পানিতে তলিয়ে যাবে। এতে ওই এলাকার ১২ শ কৃষকের ৯০০ বিঘা জমি জলাবদ্ধতার আশংকা রয়েছে।