পুঠিয়ায় শতাধিক ব্যক্তিকে ঈদ উপহার দিলো শিক্ষার্থীরা
রাজশাহীর পুঠিয়ায় বৈশ্বিক মহামাড়ি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ১০০ ব্যক্তিকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে শিক্ষার্থীরা।
(১৯ মে) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করে বিদ্যালয়েরই প্রাক্তণ শিক্ষার্থীরা । খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, চিনি, তেল ও লাচ্চা।
পুঠিয়ায় শতাধিক ব্যক্তিকে ঈদ উপহার দিলো শিক্ষার্থীরা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের এমন উদ্দ্যোগের ভুয়শী প্রশংসা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুল হক মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবদুস সাত্তার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, পল্লব কুমার সেন, আজিজুল বারী রুমী ও সুরাইয়া আক্তারসহ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা।