নিউজ ডেস্কঃ
উপজেলা পরিষদের এডিপি ফান্ড থেকে বিনামূল্যে কৃষকদের মাঝে আধুনিক জাতের উচ্চফলনশীল রোপা আমনের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জনাব জি, এম, হিরা বাচ্চু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মুকুল, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কামরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ করিম, মোছাঃ শাহিদা পারভিন ও মোঃ মনিরুল ইসলাম। উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে উপজেলার ২৫২ জন কৃষকের প্রত্যেককে ০৫ কেজি করে আমন ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে ৷ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার জন্য উচ্চফলনশীল ধান বীজ দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পরিষদ এই উদ্যোগ হাতে নেয়।