নিউজ ডেস্কঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবিবার দিনব্যাপি উচ্চ মূল্যের ফসল উৎপাদন কলাকৌশল বিষয়ে একদিকের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত ও কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত। ব্যবহারিক সহযোগি হিসেবে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন। এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, দেবদাশ বালা,বিপুল মজুমদার সহ কৃষকগন উপস্থিত ছিলেন। এদিন ফকিরহাট সদর, বাহিরদিয়া-মানসা ও নলধা-মৌভোগ ইউনিয়নের কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়। তবে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।