নিউজ ডেস্কঃ
বগুড়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে চরের ধান ক্ষেত। হঠাৎ যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় বগুড়ার চরবাসীর শেষ ভরসা গাইন্জা ধানের ক্ষেত তলিয়ে গেছে। ফলে ধান ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়, এ বছর বন্যার কারণে আমন চাষ করতে না পারলে এ জেলার চরের চাষিরা শেষ অবলম্বন হিসেবে গাইন্জা ধানের চাষ করেছিলেন। এ চরের পলি মাটিতে রাসায়নিক সার ছাড়াই কম খরচে এ ধানের উৎপাদন ভালো হয়। এ ধান চিকন, সুস্বাদু ও দাম বেশি পাওয়ায় কারণে চাষ করে থাকেন কৃষকরা। তবে যমুনার পানির বৃদ্ধি পাওয়ায় ধান তলিয়ে কৃষকদের স্বপ্ন ভাঙ্গার পথে।
পানি বৃদ্ধির বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি কয়েক দিনে পর্যায়ক্রমে বেড়ে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই চরের এসব ধানের জমি তলিয়ে গেছে। তবে এখন পানি কমতে শুরু করেছে।
চরের কৃষক নুরুল ইসলাম জানান, যমুনার পানি কমতে কমলেও পানি জমি থেকে নামতে দেরি হয়। এরই মধ্যে বেশির ভাগ গাইন্জার আবাদ নষ্ট হয়ে যাবে। এমনিতে চরের কৃষক গাইন্জা ধান চাষ করে বেশি। এছাড়াও রোপা আমনও চাষ করে থাকে। হঠাৎ আরেক দফা বন্যায় গাইন্জাও ডুবে গেছে।
সারিয়াকান্দী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ উপজেলার ১২টি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ১২,৫৩০ হেক্টর জমি। কয়েক দফা বন্যায় রোপা নষ্ট হয়ে গেছে। বন্যায় ধান গাছ নষ্ট হলেও পানি কমলে শেষ সময়ে কৃষকরা আবার এ ধান লাগাতে পারবেন।
সুত্রঃ আধুনিক কৃষি খামার