সজীব হাসান , আদমদীঘি (বগুড়া),প্রতিনিধি:
পশ্চিম বগুড়া শষ্য খাদ্য ভান্ডার বলে পরিচিত আদমদীঘি উপজেলা। চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময় মতো আকাশের বৃষ্টির পানি পাওয়ায় কৃষকরা কাদা পানির নরম মাঠে আমন ধানের চারা রোপন করছে। এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানে চারা ভালো হওয়ায় আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা।উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬টি ইউনিয়ন ১টি পৌরসভায় চলতি মৌসুমে ১২ হাজার ৩ শত হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিনইর গ্রামের কৃষক ফেরদৌস আলী, শালগ্রামের নজরুল ইসলাম, উথরাইল গ্রামের এমরান সহ বেশ কয়েকজন কৃষক জানায়, গত চলতি বছরে আকাশের বৃষ্টি পাওয়ায় সময় মতো জমিতে হাল দিয়ে জমি তৈরী করে প্রয়োজন মতো সার বীজ বাজার থেকে ক্রয় করে এবার আমন ধানের চারা রোপন করতে কোন সমস্য হচ্ছে না। ভোর হলেই কৃষকরা ছুটছেন মাঠের দিকে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী সাংবাদিকদের জানায়, আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি অফিসের পরামর্শে সময় মতো আপন রোপন করছে কৃষকরা।