নিউজ ডেস্কঃ
দিন দিন কৃষিবিদ পরিবারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার কৃষিবিদ জি এম এ গফুর, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল করোনা পজিটিভ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন জেলা, উপজেলার প্রতিটি প্রান্তরে অবিরাম ছুটে বেড়িয়েছেন তিনি, লক্ষ্য ছিল একটাই এই ক্রান্তি লগ্নে যেন কোথাও খাদ্য ঘাটতি দেখা না যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন, কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ আত্মনিবেদিত এই কর্মকর্তার জন্য আশু সুস্থতা কামনা করেছেন।
