বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচীবঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচী

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।১৯ জুলাই রোববার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করেন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো: রুবেল উকিল। এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র সদর উপজেলা প্রশিক্ষক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়, উপজেলা প্রশিক্ষিকা শাহানা বেগমসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর দলনেতা-দলনেত্রী এবং ইউনিয়ন আনসার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডারদের মাঝে ২শতাধিক ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পুরো জেলায় ১ হাজার ফলজ এবং ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *