1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম

বন্যার পানি দ্রুত সরানোর জন্য পাঁচশ’ খাল খনন চলছে

  • আপডেট টাইম : Friday, August 14, 2020
  • 659 Views
বন্যার পানি দ্রুত সরানোর জন্য পাঁচশ’ খাল খনন চলছে
বন্যার পানি দ্রুত সরানোর জন্য পাঁচশ’ খাল খনন চলছে

নিউজ ডেস্কঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ‍এমপি বলেছেন, ‘বন্যার পানি দ্রুত সরে যাওয়ার জন্য দেশে পাঁচশ’ খাল খননের কাজ চলছে। আরও পাঁচশ’ খান খননের পরিকল্পনা আছে।’ শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘৬৪ জেলায় প্রথম পর্বে পাঁচশ’খাল খননের কার্যক্রম চলছে। ইতোমধ্যে এই প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো প্রকল্প শেষে আরেও পাঁচশ’ খাল খননের পরিকল্পনা রয়েছে। মোট এক হাজার খাল খনন কাজ শেষে হলে আগামী দুই বছর পরে বন্যা হলেও পানি দ্রুত সরে যেতে পারবে, এতে ক্ষয়ক্ষতিও কম হবে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বরিশালের তালতলি নদীর তীরে বৃক্ষরোপণের এই কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুত্রঃবাংলা ট্রিবিউন

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com