নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, আশ্রয়কেন্দ্র, উদ্ধার তৎপরতা, কৃষি খাত, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার বিকালে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস।
সভায় মুখ্য সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত জেলাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী ভাঙ্গন, স্বাস্থ্য সেবা, পণ্য পরিবহণ, ত্রাণ বিতরণ খাদ্য মজুদসহ সামগ্রিক বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এসব খাতে পুনর্বাসন ও প্রণোদনা দিতে যে নির্দেশনা দিয়েছেন তা দ্রুততার সাথে বাস্তবায়নেরও আহ্বান জানান আহমদ কায়কাউস।
এ ছাড়াও ঈদুল আজহার ছুটির সময়ে যদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হয় সেজন্য সার্বিক প্রস্তুতি রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় সমন্বয় সভায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক।
সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর