বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণবরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন ‘আমি জীবনের শেষ প্রান্তে এসে সাংবাদিকদের নিয়ে কাজ করতে পেরে গর্ববোধ করছি। সাংবাদিকতা পেশাকে ভালোবেসে আপনারা মানুষের কল্যানে যে কাজ করে যাচ্ছেন তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।’

বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বরগুনা সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে কর্মশালার উদ্বোধন শেষে দুপুরে অংশ গ্রহণকারীদের মধ্য সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। এ সময় তিনি তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে বিশদ আলোচনা করেন।

সমাপনী পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, সিনিয়র সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, হাসানুর রহমান, এডভোকেট মজিবুল হক কিসলু, মনির হোসেন কামাল, এডভোকেট মোস্তফা কাদের, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *