নিউজ ডেস্কঃ
বাংলাদেশকে আট লাখ ৮১ হাজার মার্কিন ডলার সহায়তা দেবে হংকং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, তহবিলটি খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়ের মাধ্যমে ৬৩ হাজার ৭৫০ জন বন্যার্তদের সহায়তা প্রদান করবে। বিপদ মোকাবিলায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে এতে উল্লেখ করা হয়।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, চলতি বছর দেশের মধ্যাঞ্চলে বন্যায় আনুমানিক ক্ষতি হয়েছে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকা।
এবারের বন্যায় ঘরবাড়ি, আশ্রয় কেন্দ্র, গবাদি পশু, শস্য ক্ষেত ও বীজতলা, মৎস্য খামার, স্কুল-কলেজ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইন, মোবাইলফোন টাওয়ার, সড়ক, ব্রিজ-কালভার্ট, বাঁধ, নদী, হাওড়, নৌকা-ট্রলার, জাল, বনাঞ্চল, নার্সারি, কৃষি, নলকূপ, ল্যাট্রিন, জলাধার, হাসপাতাল-ক্লিনিক ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে।
সরকারের ডি-ফরমে সংগৃহীত বন্যার ক্ষয়ক্ষতির যে আনুমানিক বিবরণ তুলে ধরা হয়েছে, তাতে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকার হিসাব দেয়া হয়েছে।
এ বছর দেশে ১৯৮৮ সালের মতো দীর্ঘস্থায়ী বন্যা হয়। জুন-জুলাই মাসে ভয়াবহ আকার ধারণ করে বন্যা পরিস্থিতি।
সুত্রঃডেইলি বাংলাদেশ