1. mahbub@krishinews24bd.com : krishinews :

বাংলাদেশি পাট আমদানি বাড়াতে আগ্রহী পাকিস্তান

  • আপডেট টাইম : Friday, July 24, 2020
  • 739 Views
বাংলাদেশি পাট আমদানি বাড়াতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশি পাট আমদানি বাড়াতে আগ্রহী পাকিস্তান

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান।

দেশটির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, পাটজাত দ্রব্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশ থেকে পাট নেয়ার জন্য একটি কৌশল নির্ধারণ করেছে দেশটির সরকার।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাটজাত দ্রব্যের রপ্তানির জন্য বাংলাদেশের পাটের ওপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয় পাকিস্তানকে। কিন্তু বাংলাদেশে প্লাস্টিকের বদলে পাট ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৫ সালের নভেম্বরে এক মাসের জন্য পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। পরে ডিসেম্বর মাসে সেটি বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক মুখ থুবড়ে পড়ায় সে দেশ থেকেও পাট নেয়া সম্ভব হচ্ছে না।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামাবাদ ইতোমধ্যে ঢাকা থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানি শুরু করেছে। তবে ঠিক কবে নাগাদ এটি শুরু হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি ।
সুত্রঃ পূর্বপশ্চিমবিডি

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com