নিউজ ডেস্কঃ
বাংলাদেশের পোল্ট্রি ও ডেইরী সেক্টরের প্রাণপুরুষ । প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বিভাগীয় উপ-পরিচালক । রেনেটা এনিম্যাল হেলথ বিভাগের কনসালটেন্ট। এসিআই এনিমেল হেল্থের সাবেক ন্যাশনাল কো-অর্ডিনেটর। প্রথিতযশা ভেটেরিনারিয়ান, সকল খামারিদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, যার কথা শুনে খামারীরা খামার করে বাঁচার স্বপ্ন দেখে। যার কথা শুনে একজন বেকার খামার করে আত্নকর্মসংস্থান করার উৎসাহ পায়। তিনি আজ ভোর ৪টায় ঢাকাস্থ পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সর্বশক্তিমান মহান আল্লাহ তা আলার নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের প্রিয় আলহাজ্ব ডাঃ মোঃ নুরুল আমিন স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
sutro: Bayezid Moral fb post
