নিউজ ডেস্কঃ

বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শিক্ষা ও প্রযুক্তিগত সংগঠন বাংলাদেশ সয়েল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ন্যাশন্যাল সয়েল আর্ট কনটেস্ট ২০২০’। আজ দুপুর ১২ টায় বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা সংগীতা ধর অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে উক্ত আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ন্যাশনাল সয়েল আর্ট কনটেস্টটি দুইটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই মোট ৫ দিন ব্যাপি, বাংলাদেশ সয়েল ক্লাব কর্তৃক অনুমোদিত সকল চ্যাপ্টার ক্যাম্পাসে। প্রতি চ্যাপ্টার ক্যাম্পাস থেকে বিজয়ী ৩ জন প্রতিনিধি নিয়ে জাতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত। এ বিষয়ে ন্যাশনাল সয়েল আর্ট কনটেস্ট-২০২০ এর আয়োজক উপ-কমিটির আহবায়ক মোঃ আবির হাসান বলেন, বর্তমানে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে হতাশার তীব্র বুনন কাটিয়ে শিক্ষার্থীদের মনকে স্বাভাবিক ও সপ্রতিভ করতে আমাদের এই আয়োজন। আশা রাখি এই আয়োজনে বাংলাদেশর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে তাদের মনের অনুভূতি দিয়ে অঙ্কন করে মৃত্তিকা কে তুলবে ধরবে সবার সামনে এবং মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *