কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘার আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় ০২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি, খাদ্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাত ও কলাকৌশল গ্রহণের ব্যাপারে কৃষকদের আহবান জানান।
কারিগরি সেসন পরিচালনা করেন বাঘা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব কামরুল ইসলাম ও কৃষিবিদ যারীন তাসনিম নিলয়।
উল্লেখ্য ০২ ব্যাচে ০২ দিন করে মোট ৬০ জন কৃষক-কৃষাণীকে ফসলের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবে বাঘা উপজেলা কৃষি অফিস।