কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘা, রাজশাহীর আয়োজনে নিরাপদ আম রপ্তানির লক্ষ্যে আম চাষী, ব্যবসায়ী ও রপ্তানিরক কৃষকদের সাথে মতবিনিময় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইং পরিচালক জনাব এ কে এম মনিরুল আলম ।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার উপপরিচালক জনাব মোঃ শামছুল হক , অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব মোছাঃ উম্মে ছালমা, ঢাকা,আসাদগেট হর্টিকালচার সেন্টারের সিনিয়র হর্টিকালচারিস্ট জনাব আব্দুল্লাহ আল মাহমুদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান ।
কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আম চাষী, ব্যবসায়ী ও রপ্তানিরক প্রতিনিধি এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় প্রায় ২০০ কৃষক অংশগ্রহণ করেন। এছাড়াও সরেজমিন উইং পরিচালক বাঘা উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন।