রাজশাহীর বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এই বীজ ও সার বিতরণ করা হয়।
জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের গম ১ হাজার ৮৫০ জন, ভূট্টা ৩০০, সরিষা ১৫০, সূর্যমুখী ৯০, চিনাবাদাম ২৫০ , মুগ ১০০, মসুর ২০০, খেসারি ৯০০, পেয়াজ ১০০ জনসহ মোট উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৯৪০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদীত কবির প্রমুখ।