ডেস্ক রিপোোর্টঃ
রাজশাহীর বাঘায় ৪৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশি ধান বীজ-সার এবং ৫ জন কৃষকের মাঝে ৫টি ধানকাটা কম্বাইন হার্ভেস্টার ম্যাশিন সরবরাহ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে সোমবার দুপুরে এসব উপকরণ সরবরাহ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খরিফ-১ (২০২০-২০২১) মৌসুমে প্রতিজন চাষীকে ৫ কেজি উফশি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি টিএসপি সার বিতরন করা হয়। এছাড়াও ২০২০-২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় ৫০% ভুর্তকীতে উপজেলায় ৫জন কৃষি উদ্যোক্তার মাঝে ধানকাটার ৫টি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ সব মেশিনের দাম ২৮ লক্ষ টাকা। তবে ১৪ লক্ষ টাকা সরকারি ভূর্তকীতে শুধুমাত্র কৃষক ও কৃষক সংগঠনকে এই মেশিন দেওয়া হয়েছে। এতে করে প্রতিজন কৃষককে দিতে হযেছে ১৪ লক্ষ টাকা।
সূত্রে আরো জানা গেছে, এই মেশিন দিয়ে একই সাথে ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যাবে। প্রতিঘন্টায় কাটা যাবে প্রায় ১ এককর জমির ধান। এতে ঘন্টায় জ্বালানি (ডিজেল) খরচ হবে ৩ লিটার।
সোমবার (১২-এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে.জে.এম আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপকার ভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন।