নিউজ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার আয়োজনে বাঘা উপজেলার চন্ডীপুর গ্রামে অনুষ্ঠেয় খরিপ/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত উচ্চ ফলনশীল নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোছাঃ উম্মে ছালমার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয়ের সঞ্চালনায় উক্ত মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল ইসলাম।
বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাধ্যমে নাবী পাট বীজ উৎপাদনের জন্য বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করে যাচ্ছে।