কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘার আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগিতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র বাঘায় অনুষ্ঠেয় নিরাপদ আম উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাঘা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহিন রেজা ।
বাঘা উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান এর সভাপতিত্বে কর্মশালাএ কারিগরি সেসন পরিচালনা করেন বাঘা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব কামরুল ইসলাম ও কৃষিবিদ যারীন তাসনিম নিলয়।
উল্লেখ্য ০৩ দিন ব্যাপী কর্মশালার মাধ্যমে ০৩ ব্যাচে প্রতিদিন ৫০ জন করে মোট ১৫০ জন কৃষক -কৃষাণীকে নিরাপদ আম উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।