কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার আয়োজনে বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামে অনুষ্ঠেয় খরিপ/২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত উচ্চ ফলনশীল নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার সম্মানিত উপপরিচালক জনাব কে জে এম আব্দুল আউয়াল ।
উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব উত্তম কুমার কবিরাজ।
মাঠ দিবসে নাবী পাট বীজ উৎপাদন এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, বীজ উৎপাদন কলাকৌশল নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন। উক্ত মাঠ দিবসে প্রায় ১৫০ জন পাট চাষী অংশগ্রহণ করে