1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম
পুঠিয়ায় প্রদর্শনী ভুট্রার ক্ষেত পরিদর্শন করেন কৃষি সচিব বেতাগীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে সর্ব বৃহৎ কুল বাগান গড়ে তুলেছেন বীর মুক্তিযোদ্ধা কানাইঘাটের কৃষিতে আধুনিক ও যুগোপযোগী সংযোজন সমলয় কর্মসূচি পরির্দশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের  উপ-পরিচালক প্রাণ এগ্রোর বন্ডে বিনিয়োগ নিরাপদ: শিবলী আখের দাম পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ পেলো বিএসএফআইসি ৩০৭ কোটি টাকায় ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা কৃষি নিউজ এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বেতাগীতে মাঠ ভরা আমনের সবুজ ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

বাঘায় “মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা-২০২১”

  • আপডেট টাইম : Thursday, July 15, 2021
  • 423 Views
বাঘায় "মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা-২০২১"
বাঘায় "মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা-২০২১"

 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে নার্সারি শিল্পের বিকাশের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী নার্সারি শিল্পের নিবন্ধন/নবায়ন সুনিশ্চিত করণে বিগত ১১/০৭/২০২১ খ্রি. হতে ১১/০৮/২০২১ খ্রি. পর্যন্ত “মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা -২০২১” শুরু হয়েছে ।

© উক্ত মাস ব্যাপী নার্সারি নিবন্ধন সেবা কার্যক্রমে নতুন নার্সারির নিবন্ধন এর আবেদন গ্রহন, পুরাতন নার্সারির নবায়ন পত্র গ্রহণ করা হবে।

® বি.দ্র.ঃ উক্ত সময়সীমার পরে অনিবন্ধিত নার্সারির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন নার্সারির আবেদন করতে যা যা লাগবেঃ
===============================

১) যে নামে নার্সারির নিবন্ধন করতে ইচ্ছুক, সেই নামে স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা হতে ট্রেড লাইসেন্স নিয়ে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে -০১ কপি।

২) নার্সারির মালিকানার স্বপক্ষে দলিল/ ভাড়া/চুক্তি / লিজের দালিলিক প্রমাণ পত্রের ফটোকপি।

৩) ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৪) নার্সারির মূল আবেদন পত্র। (dae.bagha.rajshahi.gov.bd) এ প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী থেকে নিতে পারবেন।

৫) নিবন্ধন ফি- ৫০০/- টাকার সরকারী ট্রেজারী চালান কপি ও ৭৫/- টাকার ভ্যাট এর চালান কপি।

৬) উপরিউক্ত কাগজ একসাথে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অনুকূলে উপজেলা কৃষি অফিসার, বাঘা, রাজশাহী বরাবর দাখিল করতে হবে।

পুরাতন নার্সারির নবায়নে যা যা লাগবেঃ
===========================

১) যে নামে নার্সারির নিবন্ধন আছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা হতে সেই ট্রেড লাইসেন্স এর হালনাগাদ সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে -০১ কপি।

২) নার্সারির মালিকানার স্বপক্ষে দলিল/ ভাড়া/চুক্তি / লিজের দালিলিক প্রমাণ পত্রের ফটোকপি।

৩) ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৪) নার্সারির মূল আবেদন পত্র/নবায়ন আবেদন (dae.bagha.rajshahi.gov.bd) এ প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী থেকে নিতে পারবেন।

৫) নবায়ন ফি- ৫০০/- টাকার সরকারী ট্রেজারী চালান কপি ও ৭৫/- টাকার ভ্যাট এর চালান কপি।

৬) উপরিউক্ত কাগজ একসাথে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অনুকূলে উপজেলা কৃষি অফিসার, বাঘা, রাজশাহী বরাবর দাখিল করতে হবে।

নার্সারির নিবন্ধনের মেয়াদঃ
===================
১) মাত্র ৫০০/- (পাচশত টাকা) নিবন্ধন ফি দিয়ে আপনি ০৫ বছরের লাইসেন্স সুবিধা পাবেন।

২) এরপর থেকে শুধু ০৫ বছরের মধ্যে প্রতি বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ করলেই চলবে।

সংক্ষেপে নার্সারি গাইডলাইন,২০০৮:
==========================

নার্সারী গাইডলাইনস, ২০০৮” অনুসারে একজন উদ্যোক্তাকে নার্সারী স্থাপন করতে গেলে নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করতে হয় –
১) নার্সারীর নাম, পূর্ণ ঠিকানা ও রেজিস্ট্রেশন সম্বলিত সাইনবোর্ড থাকতে হবে।
২) সাইনবোর্ড কমপক্ষে ৩*২ মাপের হবে।
৩) নার্সারীর জন্য নিজস্ব,বন্দোবস্ত বা ভাড়া করা জমি থাকতে হবে।
৪) উঁচু, বন্যামুক্ত ও পর্যাপ্ত আলো বাতাসযুক্ত স্থানে নার্সারী স্থাপন করতে হবে।
৫) পানি সেচ ও পানি নিষ্কাষণের সু-ব্যবস্থা থাকতে হবে ।
৬) প্রয়োজন অনুযায়ী নার্সারীতে অন্যান্য সুবিধা যেমন নার্সারী সেড, মিস্ট প্রোপাগেশন হাউজ, নেট হাউজ, ল্যাথ হাউজ বা পলি হাউজ এর ব্যবস্থা থাকতে হবে ।
৭) নার্সারী সুরক্ষার জন্য বেড়া থাকতে হবে ।
৮) নার্সারীর ভিতর চলাচলের সুব্যবস্থা থাকতে হবে ।
৯) উদ্যান নার্সারীর বেলায়, প্রয়োজন হলে, ছায়া প্রদানকারী গাছ থাকতে হবে । তবে বনজ নার্সারীর বেলায় ছায়া প্রদানকারী গাছ অত্যাবশ্যক নয়।
১০) মাতৃগাছের উৎস হতে বীজ, সায়ন, কুড়ি সংগ্রহ করতে হবে।
১১) বীজ থেকে চারা উৎপাদনের স্থায়ী বেড থাকতে হবে ।

® যে কোন প্রয়োজনে আপনার নিকটস্থ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।।

© প্রচারেঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com