বাঘায় "মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা-২০২১"বাঘায় "মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা-২০২১"

 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে নার্সারি শিল্পের বিকাশের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী নার্সারি শিল্পের নিবন্ধন/নবায়ন সুনিশ্চিত করণে বিগত ১১/০৭/২০২১ খ্রি. হতে ১১/০৮/২০২১ খ্রি. পর্যন্ত “মাস ব্যাপী নার্সারি নিবন্ধন কার্যক্রম সেবা -২০২১” শুরু হয়েছে ।

© উক্ত মাস ব্যাপী নার্সারি নিবন্ধন সেবা কার্যক্রমে নতুন নার্সারির নিবন্ধন এর আবেদন গ্রহন, পুরাতন নার্সারির নবায়ন পত্র গ্রহণ করা হবে।

® বি.দ্র.ঃ উক্ত সময়সীমার পরে অনিবন্ধিত নার্সারির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন নার্সারির আবেদন করতে যা যা লাগবেঃ
===============================

১) যে নামে নার্সারির নিবন্ধন করতে ইচ্ছুক, সেই নামে স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা হতে ট্রেড লাইসেন্স নিয়ে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে -০১ কপি।

২) নার্সারির মালিকানার স্বপক্ষে দলিল/ ভাড়া/চুক্তি / লিজের দালিলিক প্রমাণ পত্রের ফটোকপি।

৩) ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৪) নার্সারির মূল আবেদন পত্র। (dae.bagha.rajshahi.gov.bd) এ প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী থেকে নিতে পারবেন।

৫) নিবন্ধন ফি- ৫০০/- টাকার সরকারী ট্রেজারী চালান কপি ও ৭৫/- টাকার ভ্যাট এর চালান কপি।

৬) উপরিউক্ত কাগজ একসাথে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অনুকূলে উপজেলা কৃষি অফিসার, বাঘা, রাজশাহী বরাবর দাখিল করতে হবে।

পুরাতন নার্সারির নবায়নে যা যা লাগবেঃ
===========================

১) যে নামে নার্সারির নিবন্ধন আছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা হতে সেই ট্রেড লাইসেন্স এর হালনাগাদ সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে -০১ কপি।

২) নার্সারির মালিকানার স্বপক্ষে দলিল/ ভাড়া/চুক্তি / লিজের দালিলিক প্রমাণ পত্রের ফটোকপি।

৩) ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

৪) নার্সারির মূল আবেদন পত্র/নবায়ন আবেদন (dae.bagha.rajshahi.gov.bd) এ প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী থেকে নিতে পারবেন।

৫) নবায়ন ফি- ৫০০/- টাকার সরকারী ট্রেজারী চালান কপি ও ৭৫/- টাকার ভ্যাট এর চালান কপি।

৬) উপরিউক্ত কাগজ একসাথে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অনুকূলে উপজেলা কৃষি অফিসার, বাঘা, রাজশাহী বরাবর দাখিল করতে হবে।

নার্সারির নিবন্ধনের মেয়াদঃ
===================
১) মাত্র ৫০০/- (পাচশত টাকা) নিবন্ধন ফি দিয়ে আপনি ০৫ বছরের লাইসেন্স সুবিধা পাবেন।

২) এরপর থেকে শুধু ০৫ বছরের মধ্যে প্রতি বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ করলেই চলবে।

সংক্ষেপে নার্সারি গাইডলাইন,২০০৮:
==========================

নার্সারী গাইডলাইনস, ২০০৮” অনুসারে একজন উদ্যোক্তাকে নার্সারী স্থাপন করতে গেলে নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করতে হয় –
১) নার্সারীর নাম, পূর্ণ ঠিকানা ও রেজিস্ট্রেশন সম্বলিত সাইনবোর্ড থাকতে হবে।
২) সাইনবোর্ড কমপক্ষে ৩*২ মাপের হবে।
৩) নার্সারীর জন্য নিজস্ব,বন্দোবস্ত বা ভাড়া করা জমি থাকতে হবে।
৪) উঁচু, বন্যামুক্ত ও পর্যাপ্ত আলো বাতাসযুক্ত স্থানে নার্সারী স্থাপন করতে হবে।
৫) পানি সেচ ও পানি নিষ্কাষণের সু-ব্যবস্থা থাকতে হবে ।
৬) প্রয়োজন অনুযায়ী নার্সারীতে অন্যান্য সুবিধা যেমন নার্সারী সেড, মিস্ট প্রোপাগেশন হাউজ, নেট হাউজ, ল্যাথ হাউজ বা পলি হাউজ এর ব্যবস্থা থাকতে হবে ।
৭) নার্সারী সুরক্ষার জন্য বেড়া থাকতে হবে ।
৮) নার্সারীর ভিতর চলাচলের সুব্যবস্থা থাকতে হবে ।
৯) উদ্যান নার্সারীর বেলায়, প্রয়োজন হলে, ছায়া প্রদানকারী গাছ থাকতে হবে । তবে বনজ নার্সারীর বেলায় ছায়া প্রদানকারী গাছ অত্যাবশ্যক নয়।
১০) মাতৃগাছের উৎস হতে বীজ, সায়ন, কুড়ি সংগ্রহ করতে হবে।
১১) বীজ থেকে চারা উৎপাদনের স্থায়ী বেড থাকতে হবে ।

® যে কোন প্রয়োজনে আপনার নিকটস্থ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।।

© প্রচারেঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘা, রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *