গত জুন মাসে বাঘার আমকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের একান্ত প্রচেষ্টায় “ ব্রান্ডিং কম্পিউটিশন ’’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় বিজয়ী তিনজন যথাক্রমে- মাসুদ রানা, রুবিনা খাতুন ও মোশারফ হোসেন এর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে স্মাট ফোন পুরুস্কার তুলে দেন চারঘাট-বাঘার গনমানুষের নেতা ও স্থানীয় সাংসদ এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোট ভাই সাইফুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা , রেডিও বড়ালের সিও শাহরিয়ার লিন ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এ সময় সাইফুল ইসলাম বাদল বলেন, কৃষি প্রক্রিয়াজাত করণ ও রপ্তানীর ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আমরা রাজশাহী অঞ্চলে আম প্রক্রিয়াজাত করণ এর জন্য একটি ষ্টোর তৈরী করার উদ্যোগ নিয়েছি। এ জন্য কৃষকদের নিয়ে সভা কারার প্রয়োজন রয়েছে। আমাদের অর্থনীতিকে গতিশীল পর্যায়ে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর প্রচেষ্টায় দেশে কৃষি বিপ্লব ঘটেছে। তিনি বলেন, বাঘার আম দেশ বিখ্যাত। এ কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই উপজেলার আমকে বিদেশে রপ্তানীর জন্য সর্বাক্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার জানামতে এ বছর যুক্তরাজ্য, ইতালি, সুজারল্যান্ডে প্রায় ৩০ মে: টন আম বাঘা থেকে রপ্তানী করা হয়েছে। আগামিতে এর পরিধি আরো বৃদ্ধি পাবে।এই উদ্যোগের সাথে তাঁর প্রচেষ্টা ছিলো বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *