সুপ্রিয় বাঘা উপজেলাবাসী,
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে রাজশাহীর বাঘা উপজেলার আম জনপ্রিয়করণের জন্য ব্রান্ডিং করার উদ্যোগ হাতে নিয়েছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আমরা একটা অনলাইন ব্রান্ডিং কম্পিটিশন আয়োজন করছি।
প্রতিযোগিতার নিয়মঃ
১) আমাদের বাঘা (AMADER BAGHA) ফেসবুক গ্রুপে একটি সুন্দর শ্লোগানসহ যেকোন একটি জাতের আমের ছবি পোস্ট করতে হবে।
২) পোস্ট করার সময় নাম ও কোন এলাকার বাসিন্দা সেটা পোস্টে উল্লেখ করতে হবে।
৩) এ রকম সেরা ১০ টি শ্লোগানযুক্ত ছবি নিয়ে অনলাইনে একটি পোল বা ভোটিং করা হবে। সর্বোচ্চ প্রাপ্ত ভোট ও উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে সেরা তিনটি শ্লোগান নির্বাচন করা হবে।
৪) সেরা তিনটি শ্লোগান উপজেলা কমিটিতে উপস্থাপন করে সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ০১ টি চূড়ান্ত শ্লোগান নির্বাচন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্রান্ডিং এর নামকরণের জন্য প্রেরণ করা হবে।
৫) অংশগ্রহণকারীদের অবশ্যই বাঘা উপজেলার বাসিন্দা হতে হবে। সন্দেহ (যদি থাকে) নিরসনে এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে।
৬) সেরা তিনজনকে ক্রেস্ট সহ সম্মাননা স্মারক ও অভিনন্দন পত্র তুলে দেওয়া হবে।
৭) পুরো ভোটিং প্রক্রিয়াটি আমাদের বাঘা
(AMADRR BAGHA) ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালিত হবে।
ভোটিংয়ের ৫০% মূল্যায়ন পোলের মাধ্যমে ও অবশিষ্ট ৫০% মূল্যায়ন উপজেলা কমিটির হাতে থাকবে।
৮) শ্লোগানযুক্ত ছবি পোস্ট করার সময় অবশ্যই #বাঘা_ম্যাংগো_ব্রান্ডিং_কম্পিটিশন_২০২১” লিখতে হবে।
পোস্ট করা শুরুঃ ১০/০৬/২০২১
পোস্ট করা শেষঃ ২০/০৬/২১
অনলাইন পোলিং শুরুঃ ২১/০৬/২১
অনলাইন পোলিং শেষঃ ২৭/০৬/২১
চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণঃ ০১/০৭/২১
আয়োজনেঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘা, রাজশাহী
সহযোগিতায়ঃ
উপজেলা প্রশাসন, বাঘা, রাজশাহী ও
আমাদের বাঘা গ্রুপ