1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম
সাপাহারে আমচাষীদের ৪৭লক্ষ টাকার ঋণের চেক প্রদান পুঠিয়ায় প্রদর্শনী ভুট্রার ক্ষেত পরিদর্শন করেন কৃষি সচিব বেতাগীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্ন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে সর্ব বৃহৎ কুল বাগান গড়ে তুলেছেন বীর মুক্তিযোদ্ধা কানাইঘাটের কৃষিতে আধুনিক ও যুগোপযোগী সংযোজন সমলয় কর্মসূচি পরির্দশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের  উপ-পরিচালক প্রাণ এগ্রোর বন্ডে বিনিয়োগ নিরাপদ: শিবলী আখের দাম পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ পেলো বিএসএফআইসি ৩০৭ কোটি টাকায় ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা কৃষি নিউজ এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

বিশ্ব মৃত্তিকা দিবসকে সামনে রেখে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ সয়েল ক্লাবের জাতীয় ওয়েবিনার

  • আপডেট টাইম : Saturday, September 19, 2020
  • 920 Views

নিউজ ডেস্কঃ

মৃত্তিকার অনুজীব সংরক্ষণ ও টেকসই কৃষিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সয়েল ক্লাবের আয়োজনে আজ সকাল ১০ টায় অনলাইন প্লাটফর্মে ‘Soil Biodiversity and Sustainability of Agriculture’ শিরোনামে একটি ওয়েবিনার আয়োজিত হয়। আজকের ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা জনাব আফম মঞ্জুরুল হক। এছাড়াও বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সয়েল ক্লাব বাকৃবি চ্যাপ্টারের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সয়েল ক্লাব বশেমুরকৃবি চ্যাপ্টারের মডারেটর ড. মো. মিজানুর রহমান। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন ওয়েবিনার আয়োজন উপকমিটির আহবায়ক ও বাংলাদেশ সয়েল ক্লাবের কোষাধ্যক্ষ মো. মামুন হোসাইন। স্বাগত বক্তব্যে পুরো ওয়েবিনারে উপযোগিতা ও গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ সয়েল ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মজুমদার। বাংলাদেশ সয়েল ক্লাবের সাধারণ সম্পাদক এলিজা মুনমুন কেয়ার উপস্থাপনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি মৃত্তিকা বিজ্ঞানী, বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. সানাউল ইসলাম ও বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা জালাল উদ্দীন মোঃ শোয়েব। ওয়েবিনারের সভাপতি হিসেবে সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি মোঃ জোবায়েদুল ইসলাম আরিফ। সভাপতির বক্তব্যে আরিফ জানান বাংলাদেশ সয়েল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কিংবদন্তি মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক স্যারের নামানুসারে এসএম ইমামুল হক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মোঃ শোয়েব এর নামানুসারে জালাল উদ্দীন স্কলারশিপ চালু করার ঘোষণা করেন। একই সাথে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতিকে অনুরোধ জানান মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করার অনুরোধ জানান। সর্বশেষে সময় উপযোগি একটি ওয়েবিনার আয়োজন করতে পেরে ও সবার সহযোগিতার জন্য উনি কৃতজ্ঞতা স্বীকার করেন।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com