নিউজ ডেস্কঃ
মৃত্তিকার অনুজীব সংরক্ষণ ও টেকসই কৃষিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সয়েল ক্লাবের আয়োজনে আজ সকাল ১০ টায় অনলাইন প্লাটফর্মে ‘Soil Biodiversity and Sustainability of Agriculture’ শিরোনামে একটি ওয়েবিনার আয়োজিত হয়। আজকের ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা জনাব আফম মঞ্জুরুল হক। এছাড়াও বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সয়েল ক্লাব বাকৃবি চ্যাপ্টারের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ সয়েল ক্লাব বশেমুরকৃবি চ্যাপ্টারের মডারেটর ড. মো. মিজানুর রহমান। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন ওয়েবিনার আয়োজন উপকমিটির আহবায়ক ও বাংলাদেশ সয়েল ক্লাবের কোষাধ্যক্ষ মো. মামুন হোসাইন। স্বাগত বক্তব্যে পুরো ওয়েবিনারে উপযোগিতা ও গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ সয়েল ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মজুমদার। বাংলাদেশ সয়েল ক্লাবের সাধারণ সম্পাদক এলিজা মুনমুন কেয়ার উপস্থাপনায় ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি মৃত্তিকা বিজ্ঞানী, বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. সানাউল ইসলাম ও বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সয়েল ক্লাবের উপদেষ্টা জালাল উদ্দীন মোঃ শোয়েব। ওয়েবিনারের সভাপতি হিসেবে সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি মোঃ জোবায়েদুল ইসলাম আরিফ। সভাপতির বক্তব্যে আরিফ জানান বাংলাদেশ সয়েল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কিংবদন্তি মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক স্যারের নামানুসারে এসএম ইমামুল হক অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মোঃ শোয়েব এর নামানুসারে জালাল উদ্দীন স্কলারশিপ চালু করার ঘোষণা করেন। একই সাথে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতিকে অনুরোধ জানান মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করার অনুরোধ জানান। সর্বশেষে সময় উপযোগি একটি ওয়েবিনার আয়োজন করতে পেরে ও সবার সহযোগিতার জন্য উনি কৃতজ্ঞতা স্বীকার করেন।