সাইদুল ইসলাম মন্টু
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে কোভিট- ১৯ বৈশ্বিক মহামারীতে দরিদ্র কৃষকদের সহায়তাকল্পে ‘উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসতবাড়ি সবজি বাগান প্রদর্শনী’ এবং ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি
প্রনোদনা পুনর্বাসন কর্মসূচির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ যন্ত্র, বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে স্মালহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন
করে।
এতে অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাহামুদা খানম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় কৃষি বিভাগ প্রদেয় ৪ হাজার ৫০ জন কৃষকের মাঝে বোরো, গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর, খেষাড়ী, টমেটো, মরিচ
বীজ ও রাসায়নিক সার পাশাপাশি এসএসিপি‘র ২ হাজার ১০ জন কৃষকের মাঝে সেচ যন্ত্র, ১২ প্রকার সবজি বীজ, ৭ প্রকার রাসায়নিক বিতরণ করা হয়।
একাধিক কৃষকরা জানান, বিনামূল্যে এসব কৃষি
উপকরণ হাতে পেয়ে তারা ভীষন খুশী।