সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে ৩০ টি প্রাতিষ্ঠানিক উম্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল এগারটায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জেলে প্রতিনিধি ।
জানা গেছে, উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও রাজস্ব বিভাগের অর্থায়নে বিভিন্নস্থানে উম্মুক্ত জলাশয় ১ লক্ষ টাকার ৩ শত ৩৩ কেজী পোনা মাছ অবমুক্ত করে।