বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ উৎপাদন প্রকল্পের আওতায় বিষমুক্ত সবজি জাতীয় ফসল আবাদের লক্ষে উপজেলার বিবিচিনি গ্রামে কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় প্রায় দেড় শতাধিক কৃষকের অংশ গ্রহণে এ মাঠ দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন, বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান নওযাব হোসেন নয়ন, বিবিচিনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ^াস, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অমল দাস, বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: আব্দুল হান্নান, কৃষকলীগ নেতা আব্দুল হাই, সফল কৃষানী মোসা: শাহানা বেগম ও কৃষক মো: বাদল সহ অন্যান্যরা।
