বেতাগীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্নবেতাগীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্ন

বেতাগী (বরগুনা ) প্রতিনিধি
বেতাগীতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ফ্রেরুয়ারি) বেতাগী সরকারি সুকল মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। স্টল প্রদর্শনী মেলাতে সার্বিক সহযোগিতা করেন ভেটেরিনারি হাসপাতাল ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আশরাফ হোসেনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

উদ্বোধক তার বক্তব্যে বলেন, আগে কোনো একটা অনুষ্ঠান হলে অনেকদিন আগে থেকে ডিম মাংসের ব্যবস্থা করে রাখতে হতো। এখন মানুষ খামারের কাজে মনোনিবেশ করায় মানুষের ডিম এবং খাদ্য চাহিদা নিশ্চিত করতে খুবই সহজ হয়েছে। এর পিছনে সব চেয়ে বড় অবদান রেখে যাচ্ছে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। সরকারের এমন ভবিষ্যৎ পরিকল্পনায় দেশ আজকে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে পুষ্টি অপরিহার্য। এই পুষ্টির উৎস হলো বিভিন্ন মাছ, মাংস ইত্যাদি। তিনি খামারিদের ধন্যবাদ জানিয়ে সবাইকে খামারী হওয়ার প্রতি উদ্ধুদ্ধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী সরকারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ডেইরী ফার্ম সমিতির সভাপতি নাসির উদ্দিন পিযুষ।

মেলায় ৩০ টি স্টলে খামারীরা পশু, পাখি, ঔষধপত্র সহ বিভিন্ন গোখাদ্য প্রদর্শন করে। মেলা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *