বেতাগীর কাজিরাবাদে মাঠ দিবসে শস্যকর্তন করছেন কৃষকের সাথে অতিথিরাবেতাগীর কাজিরাবাদে মাঠ দিবসে শস্যকর্তন করছেন কৃষকের সাথে অতিথিরা

বেতাগী(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে আধূনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম.পাট,বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালন ও চলতি মৌসুমের ব্রি-৪৭ উন্নত জাতের বোরোর ধানের শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মে ) সকাল এগারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাজিরাবাদের কুমড়াখালী গ্রামে উপজেলা কৃষি অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপস্থিত ছিলেন,

প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এতে স্থানীয় শতাধিক কৃষক ও কৃষানী অংশ গ্রহন করে।

এসময় কৃষক আব্দুল কুদ্দুসের বোরো খেতে হেক্টর প্রতি সারে ৫টন ধান উৎপাদিত হয় এবং ভাল ফলন পেয়ে সে খুব খুশী বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *