বেতাগী (বরগুনা) প্রতিনিধি
মহামারী করোণা সংকটের দুর্দিনেও বরগুনার বেতাগীতে চলতি মৌসুমে বোরো উপযোগী ফসলি জমির মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে হাইব্রিড ও উচ্চ ফলনশীল বোরো ধান। ধানের সবুজ রঙে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ মাঠ।
মহামারী করোণার মাঝেও হাল ছাড়েননি কৃষকরা।গত মৌসুমে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় স্বাস্থ্যঝুঁকির মধ্যেও এবার কোমড় বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা।
এ উপজেলায় বিগত বছররের তুলনায় এবারেউল্লেখযোগ্য সংখ্যক কৃষক উন্নত জাতের বোরো ধানের আবাদ করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধানের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১৫ হেক্টর।
তবে আশার কথা লক্ষ্যমাত্রার চেয়েও কযেকগুন বেশি জমিতে ৫ থেকে ৬ শত উপজেলার
১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নের বিবিচিনি, বেতাগী, বুড়ামজুমদার,কাজিরাবাদ ও হোসনাবাদসহ কম-বেশি বিভিন্ন এলাকায় মোট ৭০হেক্টর জমিতে হাইব্রিড-চমক, বীণা-১০, ব্রি-২৯, ব্রি-৪৭, ব্রি-৬৭, ব্রি-৭০এসব জাতের ধানের চাষাবাদ হয়েছে।
তার মধ্যে আবহাওয়া অনুকূলে থাকাসহ সঠিক সময়ে চারা লাগানো থেকে শুরু করে সেঁচ দেয়া ও সার সংকট না থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
তবে এর মধ্যে হালকা বৃষ্টিপাত হলে ধানের রোগ-বালাই অনেকটাই কমে যাবে এমনটা ধারণা করা হচ্ছে।