বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বেতাগীতে মৎস্য চাষে উৎসাহিত করার জন্য সুফলভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
রবিবার (৬ জুন) দুপুর সাড়ে ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনিচুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান মো:মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির ও বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা
বিশ্বজিৎ কুমার দেব।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন। এ সময় পাবদা, পাঙ্গাস, গলদাসহ বিভিন্ন জাতের মৎস্য চাষে মৎস্য চাষে জনপ্রতি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে ইউনিয়ন পর্যায়ে ৬ জন ভাল মৎস্য
চাষীর মাঝে ২ লক্ষ ৫৫ হাজার টাকার মৎস্য উপকরণ বিতরণ করা হয় বলে উপজেলা মৎস্য দপ্তর জানায়।
এর আগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।