বেতাগীতে ৩ হাজার ১৮২ জেলে মানবিক খাদ্য সহায়তা পাচ্ছেনবেতাগীতে ৩ হাজার ১৮২ জেলে মানবিক খাদ্য সহায়তা পাচ্ছেন

সাইদুল ইসলাম মন্টু  , বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর‘২০২০ শুরু হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। দেশের অন্যান্য স্থানের ন্যায় বরগুনার বেতাগীতেও প্রজনন মৌসুমকে নির্বিঘœ করতে ওই সময় ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। আরোপ থাকবে ইলিশ আহরণ, বিপনন, পরিবহণ এবং মজুদেও নিষিদ্ধধাজ্ঞা। এমনকি ওই সময় সরকারি নিদের্শনা অমান্যকরে কেউ যাতে নদীতে মাছ ধরতে না পারে এ জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এ উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে ৩ হাজার ১৮২ নিবন্ধিত জেলে এ সহায়তা পাবেন। এ জন্য ইতোমধ্যে ৬৩.৬৪০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন জানান, যথাসময়ের মধ্যে জেলেদের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ করা হবে।
উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব বলেন, ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে সর্বাত্মক ভাবে অংশ নিতে পারে এ জন্য মানবিক বিবেচনায় ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
সাইদুল ইসলাম মন্টু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *