পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতে হানা দিয়েছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। ইতিমধ্যে রাজস্থানের ৩৩ জেলার মধ্যে ১৬টি জেলাতে পঙ্গপাল ফসলের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেছে।
পঙ্গপাল তাড়াতে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার শুরু করেছে ভারত সরকার। উত্তরপ্রদেশ সরকার ১০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে।
পঙ্গপাল নিয়ে এমন সব আতঙ্কের মধ্যেও একটি রেসিপির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখানো হয়েছে- কীভাবে চিংড়ির মতো ভেজে মুচমুচে ও মুখরোচক করে পঙ্গপাল রেঁধে খাওয়া যায়!
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পঙ্গপালের রেসিপি। পঙ্গপাল খাচ্ছে মানুষের ফসল আর মানুষ খাচ্ছে পঙ্গপাল!’
নিজহৎ দিশা নামের ফেসবুক ব্লগ পেজ থেকে প্রথম এই পঙ্গপালের রেসিপি পোস্ট করা হয়।
এরপরই তা হু হু করে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি শেয়ার হয়ে গেছে।
দেড় হাজারের মতো কমেন্ট জমা পড়েছে ইতিমধ্যে। সেখানে অনেক ভারতীয় এই রেসিপিকে পঙ্গপালের চচ্চরী বলছে।
মজা করে একজন লিখেছেন, দেখে জিভে জল এসে গেল! দারুণ টেস্টি হবে।
তবে বেশিরভাগ ভারতীয়দের মত, চিংড়ি খাওয়া গেলে, পঙ্গপাল যাবে না কেন! এ কীটকে খেয়েই বিনাশ করা যাবে এখন থেকে।
সুত্রঃ যুগান্তর