ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ড বড়চালা গ্রামে মনির ও জব্বার মিলে ক্ষেতের বাতর কেটে ও বেড়া দিয়ে ফসলি জমিতে চলাচলে বাঁধা সৃষ্টি করে চাঁদা দাবি করছে। তাহারা ভোক্তভোগীকে সাফ জানিয়ে দিয়েছে টাকা দিয়ে সমঝোতা করে তাদের জমির বাতর ব্যবহার করতে হবে।না হয় জমি রেখে চলে যেতে হবে। তাদের কে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের দোঁহায় দিলে তাহারা আল্টিমেটাম দিয়েছে যে জনপ্রতিনিধিরা কিছুই করতে পারবে না। ভোক্তভোগী মাহমুদুল হাসান রুবেল বলেন ,আমার বাড়ি থেকে একটু দূরে ৪৭শতাংশ ফসলি জমি আছে। দুইজন ব্যক্তি যথাক্রমে ১.জব্বার পিতা মৃত আব্দুল হেকিম ২.মনির পিতা মৃত মফিজ উদ্দিন দের জমির আইল(বাতর)দিয়ে উক্ত ফসলি জমিতে যেতে হয় ।আমি যেন আমার ফসলি জমিতে না যেতে পারি সে জন্য সময় সুযোগ বুঝে জমি কেটে গর্ত খুঁড়ে,কলা গাছ লাগিয়ে , বাঁশের বেড়া দিয়ে আমার যাতায়ত বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যান কে অবহিত করলে ও কোন কাজে আসেনি। বাংলাদেশে কি এমন কোন নজির আছে, কিনা আমার জানা নেই। আমি তাদের সহ এলাকাবাসীর জন্য ৬ফিট প্রস্থ করে ২০০ফিট দীর্ঘ রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। তবে আমার সাথে কেন তারা এমন করছে আমার বুঝে আসেনা। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।