ভালুকায় ধানের পাতা পঁচা রোগে কৃষকের মাথায় হাত ।ভালুকায় ধানের পাতা পঁচা রোগে কৃষকের মাথায় হাত ।

মাহমুদুল হাসান ভালুকা ময়মনসিংহ;
ভালুকা উপজেলার অধিকাংশ এলাকাতেই ধানের পাতা পচা রোগ বিদ্যমান কয়েক দিন আগে ভারী বর্ষণে ধানের পাতা পঁচা রোগটি ব্যাপকহারে দেখা দেয়।

এই ভারী বর্ষণে বুকে আঠালো জাতীয় পোকার উপদ্রব লক্ষ্য করা যায় ।যেটি দেশ জুড়ে কারেন্ট পোকা নামে পরিচিত ।এই পোকা ধান গাছের পাতা দিয়ে হেঁটে গেলে পাতার সবুজ আবরন নষ্ট হয় এবং পাতা পঁচতে শুরু করে ।

আঞ্চলিক কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন বেসরকারি কৃষি কর্মকর্তারা বলছেন ধানের পাতার গুড়ায় পানি জমেই এই পোকার আবির্ভাব ঘটে। এর প্রতিকার স্বরূপ এমিস্টার টপ ,নাটিভো,ও পটাশ ব্যবহার করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

ধান চাষী আব্দুল বারেক , মোতালেব , আব্দুল মতিনের ধানক্ষেতের অবস্থা একবারে চরম ।
তারা বলছেন তাদের খরচের টাকাটাই উঠবেনা। তাছাড এ়লাকার অন্যান ক্ষেতের যে অবস্থা তাতে আশানুরূপ ফলন পাওয়া যাবেনা। তাদের ভাগ্য ই এখন একমাত্র অবলম্বন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *