ভালুকায় খরিপ ২/২০২০ -২০২১ মৌসুমে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোধনা প্রদান।ভালুকায় খরিপ ২/২০২০ -২০২১ মৌসুমে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোধনা প্রদান।

মাহমুদুল হাসান রুবেল( ভালুকা ময়মনসিংহ) :

খরিপ -২ /২০২০ -২০২১ এর আওতায় ময়মনসিংহের ভালুকায় মৌসুমী ক্ষুদ্র ওপ্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই প্রনোদনা কর্মসূচির উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নারগিস আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন সহ প্রশাসনিক কর্মকর্তা ও কৃষকগন।

আলোচনা শেষে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৭০ বিঘা জমিতে চাষ করার জন্য ৭০জন প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথী আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনু এমপি কৃষকদের মাঝে বীজ ও সার দিয়ে উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *