মাহমুদুল হাসান রুবেল(ভালুকা, ময়মনসিংহ )
ময়মনসিংহের ভালুকা উপজেলা গাংগাটিয়া এডুকো শিক্ষালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালিত। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার লিপি ,সহকারী শিক্ষক বূন্দ মেনেজিংকমিটির সদস্য আঃছাত্তার মুনসি মহিলা অভিবাবক সদস্য এবং জমিদাতা আব্দুস ছাত্তারের অংশ গ্রহনে কর্মসূচিটি পালিত হয়। এসময় আরও অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানেরসভাপতি আবুল হাশেম খান বলেন “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের প্রত্যয়ে শেখ হাসিনার নিরলস পরিশ্রমে সোনার বাংলা গঠিত হবে “।
ও প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার লিপি বলেন “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কোটি বৃক্ষ রোপনে সবুজে সমরোহ হবে দেশ”। এবংউপস্থিত অন্যান্ন ব্যক্তি বর্গ কৃতজ্ঞতা প্রকাশ করেন।